Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

পবিত্র কুরআন ও আল হাদীসের বাণী- পর্ব: ৮

: | : ১৮/০৭/২০১৩
  • রাসুল (সাঃ) বলেছেনঃ যখন একজন রোজাদার মুসলমান ইফতারি সামনে নিয়ে আজানের জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু ইফতারি স্পর্শ করে না; তখন মহান আল্লাহ তাঁর ফেরেশতাদের বলেনঃ “এই বান্দা-রা বসে আছে কেন? এদের সামনে তো খাবার আছে!” উত্তর দেনঃ “হে আল্লাহ! এঁরা আপনাকে সন্তুষ্ট করার জন্য আজ সারাদিন দানা-পানি স্পর্শ না করে সংযম করে রোজা রেখেছে; আর, এখন অপেক্ষা করছে—আপনার হুকুমের (আযানের) জন্য; যদি-ও তাঁদের সামনে অনেক খাবার আছে, তাঁরা আপনার হুকুম (আজান)  পেলে-ই স্পর্শ করবে” আল্লাহ ফেরেশতাদের কে বলেনঃ “আমি যখন এঁদের সৃষ্টি করি, তখন তোমরা বলেছিলেঃ এঁরা কেবল বিবাদ করবে! অথচ, এঁরা শুধু আমাকে সন্তুষ্ট করার জন্য সংযম করছে না!” ফেরেশতা রা তখন ভুল স্বীকার করে নিশ্চুপ থাকবে। মহান আল্লাহ বলবেনঃ “ইফতারি স্পর্শ করার সাথে সাথে (আযানের সাথে সাথে) এই সংযম- পালন কারীদের সকলচাওয়া-পাওয়া, দোয়া, মনের ইচ্ছা পুরন করে দাও; যারা রোজাদার—তাঁদের কে আমার পক্ষ থেকে ক্ষমার সু-সংবাদ দিয়ে দাও; তাঁরা যা কল্পনা-ও করেনি, সেই রহমত, বরকত, দিয়ে দাও।”           [বুখারী শরিফ]

চলবে . . .

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top