Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

ফিরে আসলাম চলন্তিকায় – ফিরে আসার কবিতা

: | : ১৮/০৭/২০১৩

চলন্তিকায় নিবন্ধন করে পরিক্ষার জন্য তেমন কিছু লেখা হয়নি । লেখার জন্য আবার ফিরে আসলাম । আজ একটা কবিতা দিলাম 

 

বিলীন বিষণ্ণ বিলাপনামা

            ফিদাতো মিশকা

 

 

প্রিয়তমা তুমি ঘুমিয়ে পরেছ নিশ্চয়ই, রাতের দীর্ঘতা তোমার জানা নেই তাইনা?

প্রিয়তমো গভীর রাতের গায়ে দীর্ঘশ্বাস ফেলতে কষ্ট হয় বুক ভারী হয়ে উঠে,

মুঠোফোন আজ বড় নিশ্চুপ কষ্টের মাদুলি জড়িয়ে গায়ে বিছানার একপাশে নিরব ঘুমায়।

দালান কোঠা আরাম করে ঘুমায় প্রিয় কেবল আমি জেগে রই গড়াগড়ি খাই বাড়ন্ত রাতে।

 

 

প্রিয়তম তোমার দেওয়া হাতঘড়ি টিক টিক  করে গভীর রাতে স্পষ্ট শুনায় ,

প্রিয়তমো আমার দম বন্ধ হয়ে আসে অপলক চোখ তাকিয়ে দেখে তোমার স্থিরচিত্র।

 

প্রিয়তম আমার আকাশ জুড়ে মেঘ জমে রয় বৃষ্টির ফোঁটা হওয়ার অধিকার হারিয়ে,

প্রিয়তমো  বুকের ভিতর কান্না জমে, অশ্রু হওয়ার আগেই তারা পুড়িয়ে দেয় হৃদয়,

আমার বালিশ জুড়ে স্বপ্ন হাজার , ঘুম আমার শ্ত্রু কেবল প্রাচীন কারুকারযিক ।

তবু ও

মনে হয়

দীর্ঘকাল বাক্সের  মধ্যে বন্দী ছিলাম  বলে প্রিয়তা তোমার ঈর্ষার কাছে পরাজিত।

আজ মনে হয় কচ্ছপ হই গায়ে খসখসে চামড়া নিয়ে

কোন এক বিলের পাশে গর্তে পড়ে থাকব অবলীলায় ।

 

প্রিয়তা আমি তোমায় নিয়ে স্বপ্ন দেখে যাব ৬০০ বছর

আমার স্বপ্নে তুমি ভিজবে না তবু প্রিয় তুমি যে আমার

( প্রিয়তা কানে কানে একটা গোপন কথা বলি ,

অপেক্ষা বড় বিষজ্বালা প্রিয়ো , আস্তিন জুড়ে থাকে , তোমার ঈর্ষার আগুনে আমি পুড়ে ছারখার কেবল তুমি টের পাওনি )

 

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top