Today 03 Nov 2025
Top today
Welcome to cholontika

মরণের ঘাটি!

: | : ১৮/০৭/২০১৩

শকুনের দাপটে আজ কেঁপে যায় মাটি
রোরূদ্যমান পৃথিবী যন্ত্রণাকাতর
জগতটা যেনো তাই মরণের ঘাটি!
শকুনের দাপটে আজ কেঁপে যায় মাটি।।

নির্বাসনে চলে গেছে মানবতাবোধ
চারদিকে ভাঙচূর নেই প্রতিরোধ;
চৌদিকে যমদূত করে হাঁটাহাঁটি
জগতটা যেনো তাই মরণের ঘাটি।।

অশান্ত শকুন ওড়ে মাথার ওপর
হিংস্র নখরে কাঁপে কোমল অন্তর!
সাজানো সংসারও আর নেই পরিপাটি?
শকুনের দাপটে আজ কেঁপে যায় মাটি।।

বিবেক কি মরে গেছে, কঙ্কালসার–
মানবতা কেঁদে যাবে কতকাল আর!!

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top