Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

আজো জ্যোৎস্না আসে আজো তুমি আসো

: | : ১৯/০৭/২০১৩

জোৎস্না যে চরম উপাদেয় খাদ্য তা আমাদের জানান দিয়েছেন প্রিয় হুমায়ূন । আমার জ্যোৎস্না প্রীতি শুরু হয় যখন আমি কলেজে পড়ি । মামার বাসায় থাকতাম । দিনের বেলা রেডিও তেঁ ফুল ভলিউমে এফ এম শুনতাম । মামার ঝাড়ি তা ফ্রি ছিল । জ্যোৎস্না রাতে চাঁদ উঠলে আমি চুপি চুপি বের হয়ে যেতাম । গভীর রাত আমি বট গাছের গায়ে হেলান দিয়ে বসে আছি ।{বট গাছের পেত্নি নিয়ে লোক মুখে কথা ছিল আমি কোন দিন পাই নাই } । মুগ্ধ চোখে চাঁদের দিকে তাকিয়ে আছি । উজ্জ্বল চাঁদের মধ্যে যেন পৃথিবীর যাবতীয় সুখ লুকিয়ে আছে । যত দেখি তত মুগ্ধ হই । মাঝে মাঝে হা করে বাতাস নেই । মনে হয় জ্যোৎস্না গিলছি । প্রিয় হুমায়ূন তুমি নেই , তোমার দেয়া নেশা রয়ে গেছে । আজো চাঁদ উঠলে , জ্যোৎস্নার আমন্ত্রনে আমি বের হই হাটা হাটি করি , ক্যাম্পাসে মাঠের উপ শুয়ে হা করে জ্যোৎস্না গেলি …………………।। তুমি বোধহয় সব দেখতে পাও ……………………………। ————– ফিদাতো মিশকা

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top