Top today
মিসির আলী
মিসির আলী বিজ্ঞানী
বাপরে ব্যাটা কী জ্ঞানী!
গপ্পো ফাঁদে আষাঢ়ে
বাহ কী দারুন খাসা রে!
সাইকোলজি প্যারাতে
পারত ভাল পড়াতে।
বাসত ভালো আলস্য
খুঁজত জীবন রহস্য।
বলত কথা যুক্তিতে
আপ্লুত হই ভক্তিতে।
মিসির আলী বিজ্ঞানী
বাপরে ব্যাটা কী জ্ঞানী!
গপ্পো ফাঁদে আষাঢ়ে
বাহ কী দারুন খাসা রে!
সাইকোলজি প্যারাতে
পারত ভাল পড়াতে।
বাসত ভালো আলস্য
খুঁজত জীবন রহস্য।
বলত কথা যুক্তিতে
আপ্লুত হই ভক্তিতে।