Top today
স্বাস্থ্য বিষয়ক কিছু দরকারি তথ্য
১. বাম কানে ফোন রিসিভ করুন।
২. ঠান্ডা পানি দিয়ে ওষুধ খাবেন না।
৩. বিকাল ৫টার পর ভারি খাবার খাবেন না (দুপুরের)।
৪. পানি সকালে বেশী পান করুন রাতে তুলনামূলক কম।
৫. ঘুমের উপযুক্ত সময় রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত।
৬. ওষুধ খাবার সঙ্গে সঙ্গেই শুয়ে পরবেন না।
৭. ফোনের ব্যাটারিতে যখন ১ দাগ থাকে তথন ফোন রিসিভ না করাই ভাল কারন তখন ফোনের রেডিয়েশন ১০০০ গুন বেশী শক্তিশালী হয়।