স্যার আপনাকে মিস করছি ভীষণ ।
১৯ শে জুলাই, বাংলাদেশ ও বাঙালি জীবন তথা বাঙালি সাহিত্য সংস্কৃতিতে এক কালো দিন । ঐদিন আমরা হারিয়েছি আমাদের সবার প্রিয় কথা সাহিত্যিক ও নির্মাতা হুমায়ুন আহমেদ কে । মরণ ব্যধি ক্যান্সারের সঙ্গে দীর্ঘ আট মাস লড়াই করার পর ঐদিন(১৯শে জুলাই) মৃত্ত্যুর কাছে পরাভূত হয়ে লুকান্তরে চলে যান বাংলার সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্র হুমায়ুন আহমেদ । ১৯৪৮ সালের ১৩ই নভেম্বার তত্কালের পূর্ব পাকিস্তানের(বর্তমান বাংলাদেশের) ময়মনসিংহ জেলার কুতুবপুরে জন্মগ্রহণ করেন বাংলার এই কৃতিসন্তান । গত বছরের(২০১২) ১৯শে
জুালই আমাদের সবাইকে অশ্রু জলে ভাসিয়ে চল যান না ফেরার দেশে ।
হুমায়ুন আহমেদকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই । তার গুনের কথা বলে কয়ে শেষ করার মতো নয় । আজকের এই দিনে শুধু এইটুকু বলতে চাই স্যার, আপনি যেখানেই থাকুন, ভালো থাকুন । বাংলাদেশ আপনাকে মিস করছে ভীষণ ।