Today 02 Nov 2025
Top today
Welcome to cholontika

কানে গুজেছি একটা হেডফোন

: | : ২০/০৭/২০১৩

কানে গুজেছি একটা হেডফোন
তাইতো আমি শুনতে পাইনা
পথের ধারের অসহায় কোন পথশিশুর
ক্ষুধার জ্বালার বুকফাটানো আর্তনাদ ।

যে শিশু আজ পড়ে আছে পথের ধুলোয়
তাকেই তো একদিন নিতে হবে দায়িত্ব
দেশকে সুন্দর করে গড়ে তোলার
সেই ভবিষ্যতেরই আজ এমন বেহাল দশা ।

অথচ আমি কিছুই শুনতে পাচ্ছিনা
আমি যে কানে হেডফোন গুজে রেখেছি
তাই তো আমি নিশ্চিন্তে আছি
কোন দুশ্চিন্তা আমাকে স্পর্শ করছে না ।

আমাকে শুনতে হয় না
দুর্ঘটনায় অকালে ঝরে যাওয়া
কোন তরুণের মায়ের আহাজারি
স্তব্ধ হয়ে যাওয়া বাবার কান্না

যে তরুণের এখন নিত্য নতুন উদ্দ্যমে
সামনে এগিয়ে যাওয়ার কথা
সেই এখন কবরে করে নিয়েছে
নিরিবিলি শান্তির এক আপন ঠিকানা ।

আমাকে ভাবতে হচ্ছে না
সেই মা বাবার কষ্টের কথা
আমার কানে যে তালা দেয়া
তাইতো শুনতে পাচ্ছিনা কোন কিছুই ।

আমি খুলবো না আমার হেডফোন
আমি শুনবো না কারো আর্তনাদ
আমি বিভোর হয়ে থাকবো
আনন্দ উল্লাসের সঙ্গীত নিয়ে ।

আমি যে আধুনিক এক নাগরিক
আমার তো এসব শুনার কথা না
আমি শুনবো ওয়েস্টার্ন সঙ্গীত
আধুনিকতা কে জাহির করার জন্য ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top