Top today
জন্ম-মৃত্যু-সৌন্দর্য
সৌন্দর্য ধরা দেয় না
কারো কাছে পুরোপুরি।
হাতছানি দেয় সে বারবার,
এসে আসন পাতে চোখের পাতায়।
শান্ত-মিষ্ট ঘুম হয়ে স্বপ্ন গড়ে;
ভাসায় আনন্দের দূর অজানায়।
মৃত্যু অন্ধকার
জন্ম মুহূর্তও থাকে না স্মৃতিতে,
মাঝখানে তাই সৌন্দর্য আসে বারবার
বাঁধনে বাঁধিতে আর ভালবাসাতে।
জন্ম-মৃত্যু,
বাঁধে বাঁধনে তবুও,
বুঝা হয় না কোনদিন।
এর কী কোন সৌন্দর্য নেই!
নাকি তার সৌন্দর্য অসীমে বিলীন!
২২-০২-২০১৩, ঢাকা।