Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

জন্ম-মৃত্যু-সৌন্দর্য

: | : ২০/০৭/২০১৩

সৌন্দর্য ধরা দেয়  না
কারো কাছে  পুরোপুরি।
হাতছানি দেয় সে বারবার,
এসে আসন পাতে চোখের পাতায়।
শান্ত-মিষ্ট ঘুম হয়ে স্বপ্ন গড়ে;
ভাসায় আনন্দের দূর অজানায়।

মৃত্যু অন্ধকার
জন্ম মুহূর্তও থাকে না স্মৃতিতে,
মাঝখানে তাই সৌন্দর্য আসে বারবার
বাঁধনে বাঁধিতে আর ভালবাসাতে।

জন্ম-মৃত্যু,
বাঁধে বাঁধনে তবুও,
বুঝা হয় না কোনদিন।
এর কী কোন সৌন্দর্য নেই!
নাকি তার সৌন্দর্য  অসীমে বিলীন!

২২-০২-২০১৩, ঢাকা।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top