Top today
উপলব্ধি-০২
কেউ যদি চলে যায় হৃদয় করে শুন্ন্য । সে একসাথে অনেক গুলো কাজ করে । যেমন
একটা জায়গায় যদি আগুন লাগে ,প্রথমে কিছুক্ষণ আগুনে লেলিহান শিখা দেখা যায়
তারপর আগুন শেষ হলে উড়তে থাকে ধুয়া
অতঃপর ধুয়া উড়ে চলে গেলে থাকে কেবল চাই
অতঃপর ছাই সরিয়ে ফেললে মাটিতে ত্থাকে দাগ
বৃষ্টি দাগ সরিয়ে ফেললেও স্মৃতিতে থেকে চায় আগুন ধুয়া -চাই -মাটি বৃষ্টি জল সব ।
মানুষ আগুন লাগিয়ে রেখে চলে যায় ঠিক ই ।কিন্তু আগুন ধুয়া চাই কাদা সব রেখে ,বয়ে বেড়াতে হয় আপনাকে ,কেবল আপনাকে ।———————- কিসব এলোমেলো বলছি জানিনা ,জানতে চাই না