Top today
কফিলউদ্দিন
চলমান ফিলিং স্টেশনগুলো থেকে জ্বালানী পুরে
এলোকেশী ঝড়ের বেগে।
শত আশা বন্ধনাকে থেতলে দিয়ে
পথ হাটে দূর পাল্লার কোচ।
আর সারাদিন
পাথরের বোঝা ঘাড়ে চেপে
বসতির নর্দমা-কাদাজলের সাথে লড়ে
পায়ের সাদা সাদা ঘায়ে ফটাস লাগিয়ে
কয়েকজন কফিলউদ্দিন জিজ্ঞাস করে-
এখানে কবে ফুটবে সবুজ ডাটায় পদ্মফুল?
পথের সব ঝোপঝাড় ডিঙ্গিয়ে আমরাওতো
চলে যেতে চাই মোহনায়
সূর্য ডুবার দৃশ্য দেখব বলে!