রাজাকার
তোমরা জানো? ভাবতে পার হায়নাদের কথা,
ইতিহাসের বুকে কালো অধ্যায় রচনার মাঝে-
বাংলার সবুজ বুকে সেই জাগানো ব্যথা।
অনন্তকাল অনন্ত পথ রক্তের সংগ্রামে সেই স্বাধীনতা,
তোমরা জান? ভাবতে পার হায়নাদের কথা।
রাতের আঁধারে নিরস্ত্র নিরীহ মানুষের উপর আক্রমন,
তোমরা ভাবতে পার; কেমন ছিল সে সময়ের প্রতিটি ক্ষন।
কেমন করে কেটেছিল শীত–বর্ষায় –
তোমরা জানো? ভাবতে পার হায়নাদের সেই কথা।
কেমন বৃষ্টির মত ঝরছিল গুলি, পুড়ছিল গ্রাম,
দিগন্তের পর দিগন্ত তারা পুড়িয়েছে-
তোমরা জানো? ভাবতে পার হায়নাদের কথা।
জাতির কলংক নিয়ে এসেছিল কিছু বিপথগামী,
ধর্ম নিয়ে বিভ্রান্তি করে যারা করে বাড়াবাড়ি-
তোমরা জানো? ভাবতে পার হায়নাদের কথা।
রক্তের নদীতে সেদিন পূর্ণ ছিল লাশ আর লাশ,
দিনের পর দিন রাতের পর রাত মানুষ ছিল উপবাস।
তোমরা জানো? ভাবতে পার হায়নাদের কথা,
মায়ের সামনে মেয়ে, মেয়ের সামনে মা ধ্বর্ষন,
ছি ছি এ কেমন বরবরতা এরা কুকুর-শিয়ালের দল-
ভিরু-কাপুরুষ তারা; পিতার সামনে ছেলের রক্ত দেহ,
শিশুটিকে বুটের চাপায় পিশে মারল-
তোমরা জানো? ভাবতে পার হায়নাদের কথা।
তাদের সঙ্গি হয়ে পা চাটা গোলামের মত ঘুরে,
কত স্বপ্নকে ভেঙ্গেছে দৃঃস্বপ্নের সৃতি রচনা করে।
লাশ আর লাশ একএকটি জনপদ যেন মৃত্যুপূরি,
কেউ বাদ যায়নী বৃদ্ধ-শিশু কিংবা নারী।
তোমরা কি এতটুকুও ভাবতে পারনা জানওয়ারদের কথা,
তোমরা জানো? ভাবতে পার কি হায়নাদের কথা?