Top today
নিয়ামত
========—-======
অপরূপ সুন্দর এই ধরণী বুকে
কি নিয়ামত দিয়েছো বিধি?
শেষপ্রহরে ছিহেরি সন্ধ্যার লগ্নে
ইফতারি-বছর ঘুরে কি অবগতি।
তার ছুঁয়ায় আকাশ হয় উজ্জ্বল
বাতাস বয়-নদীর স্রোতে কলকল
পাখির কি কলরব?কণ্ঠে ভরা গান।
সবি যে তোমার হুকুম ছাড়া হয়না
ইফতারি খাওয়ার সুজন-সংযমের মাস
রমজান,তার শিক্ষা নিয়ে চলতে হয়
১১টি মাস-রোযা ফুরালে-একটি দিনের
আনন্দমখর পরিবেশে ভুলে যাই নিয়ামতের
মধুদান।১১টি মাস ধরে রাখবো কি তার
মান-কিন্তু বছর জুড়ে গগণে ঠিকি তারা
করে ছলছল- বাতাসের মূদৃ রয়, নদী কল
কল স্রোত বয়।আর মোরা হারালাম অবগতি
পথের রথ- হ্যাঁয় পেয়েছি কি নিয়ামত।
লেখার তারিখঃ ২১/০৭/১৩
=====================