Today 01 Nov 2025
Top today
Welcome to cholontika

প্রথম পত্র

: | : ২৩/০৭/২০১৩

হে কলম,ধীরে ধীরে চল

মিঠা সুরে বল

এটা আদবের মোকাম

কারণ তোর নীপের নীচে মোর প্রিয়ার নাম,

সে যদি হয় রে নারাজ পড়ে তোর ভাষা

নিভে যাবে মোর স্বপ্ন প্রদীপ ধ্বংস হবে আশা

যদি এ পত্র পড়ে তার চোখ থেকে মমতা না ঝরে

দোষ দেবো না আমি তাকে দোষ দেবো তোরে ।

 

হে পত্র গ্রহিকা,

একে সম্মানের সহিত নে হাতে

আমার বাঁচা মরার সকল প্রশ্ন মিশিয়ে দিয়েছি এর সাথে ।

 

হে পত্র পাঠিকা, তোর চোখ থেকে পর্দা সরিয়ে পড়

পড় মুচকি হেসে

আমি রয়েছি এর প্রতি অক্ষরে মিশে,

যতক্ষণ পত্র পড়বে  তোর দুই আখি

ততক্ষণ দেখবো তোকে

কারণ এর প্রতি শব্দের সাথে মোর নয়ন দিয়েছি রাখি,

প্রেমের কসম দিলাম তোকে জবাব দিইস তাড়া

আমি অপেক্ষায় কাতর না হ্যা-র দরজায় খাড়া ।

 

 

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top