Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

শিরোনামহীন লেখা

: | : ২৩/০৭/২০১৩

গত ১৭ জুলাই ভোর রাতের দিকে আমার দোকান থেকে নগদ টাকা, মোবাইল, কম্পিউটারসহ বেশ কিছু জিনিসপত্র চুরি হয়। এতে করে আমার জীবনের অনেক প্রয়োজনীয় তথ্য হারিয়ে গেছে। ব্যক্তিগতভাবে আমি বর্তমানে নিঃস্ব হয়ে গেছি। অনেক সাধনার ব্যবসা প্রতিষ্ঠানটি আজ ধ্বংসের পথে। বর্তমানে সাইবার ক্যাফে বসে চলন্তিকায় নিয়মিত হওয়ার চেষ্টা করছি। কিন্তু এখনও আমি মনোবল হারায়নি। আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যাতে এ বিপদ কাটিয়ে উঠতে পারি এবং আবার আমার ব্যবসা প্রতিষ্ঠানকে সাজাতে পারি।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top