Top today
সুন্দর পুস্কোকনী
কি সুন্দর ঐ পুস্কোকনী
চারিধারে কঁচুরিপানার ফুলদানি
ইচ্ছা মনের-স্পর্শ ছুঁয়াতেই
উতাল পাতাল ঢেউ তুলে গো তখনি।
লোনা স্বচ্ছ জলে ডুব দিয়ে যায়
ডুব দিয়ে যায়- কভু
পাইনা তার কূলকিনারা-
থামে যদি উত্তল ঢেউ
তৃপ্তির নেশার এক চুমুকে,
ফুটে যায় পুস্কোকনীর খৈ।
লেখার তারিখঃ ২৩/০৭/১৩