ঈদের কেনাকাটা ও একটি ভাবনা
আর কয়েকদিন পর ঈদ। ঈদে কি কি কিনবেন বলে ঠিক করেছেন? মোটামুটি অবস্থা সম্পন্ন একটি ফ্যামিলির ছেলে মেয়ে ঈদে সচারচর কি কি কিনে থাকে আসুন সেটা বুঝার চেষ্টা করি।
আসুন দেখি ছেলেদের ঈদের খরচটা কেমন হতে পারে?
শার্ট: ১০০০ টাকা, পাঞ্জাবী: ১৫০০ টাকা, প্যান্ট: ১২০০ টাকা, জুতা: ১৫০০ টাকা, অন্যান্য: ১০০০ টাকা, বন্ধুদের সাথে আড্ডারঃ ২০০০ টাকা, মোট: ৮২০০ টাকা
মেয়েরা কি কি কিনবেন বলে ঠিক করেছেন?
সালোয়ার-কামিজ ২টা : ৪০০০ টাকা, জুতা: ১০০০ টাকা, অন্যান্য: ২০০০ টাকা, বান্ধবীদের সাথে ঘোরাঘুরিঃ ২০০০ টাকা, মোট: ৯০০০ টাকা
যদি তারা প্রতিটা থেকে ১৫০ টাকা করে যদি বাদ দেয় তাহলে সেটা কি তাদের ঈদের খরচের উপর কোন প্রভাব ফেলবে? আপনারা কি বলেন?
এভাবে ৬০০-৯০০ টাকা বাঁচিয়ে আমরা যদি একটা পথশিশুকে নতুন পোশাক কিনে দিতে পারি তাহলে সেই শিশুটির ঈদের আনন্দ হতে পারে আমাদের যে কারও ঈদের আনন্দের চাইতেও বেশি। তাতে আমাদের ঈদের বাজারে কোন কমতি হবে না। এ এক অপার্থিব স্বর্গীয় আনন্দ। এই আনন্দের রেশ ঈদ চলে গেলেও থেকে যাবে আমাদের অন্তরে।
আমরা কি এই বেহেশতী আনন্দ পেতে পারি না!