Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

অচেনা দর্পণ

: | : ২৫/০৭/২০১৩

কতটুকু ভালোবাসলে একজন মানুষ

আরেকজনকে নিঃশর্ত মুক্তি দিতে পারে ?

নিকষ স্মৃতির বিষাদ প্রান্তর ব্যতি রেখে

হৃদয়ের অকাট্য বাঁধন থেকে

জীবনবাহী স্বপ্নের উঠুন থেকে ।

 

কতটুকু কষ্ট সইলে সুখি হওয়া যায় ?

কতকাল খোঁজলে হারানো জিনিস ফিরে পাওয়া যায় ?

হারানো ধন পাওয়া যায়

হারানো জন পাওয়া যায়

হারানো ক্ষণ কি ফিরে পাওয়া যায় ?

 

আয়নার মাঝে কাকে খোঁজে মানুষ ?

আমার আয়না ছবিহীন সদা,

সে যখন কাছে ছিল

চোখ বুজলেই দেখতে পেতাম তার ভেতর আমি

এখন সে দূরে,

আসমান জমিন তন্নতন্ন করেও খোঁজে পাই না আমাকে ।

 

চোখের চেয়ে স্বচ্ছ আয়না পৃথিবীতে আছে কি ?

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top