Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

জানা – অজানা

: | : ২৫/০৭/২০১৩

১. টাইটানিক জাহাজ তৈরী করতে খরচ হয়েছিল সাতাশ হাজার মিলিয়ন ডলার আর টাইটানিক নিয়ে ছবি বানাতে খরচ হয়েছিল ২০০ মিলিয়ন ডলার।

২. দুনিয়ার সবচেয়ে দ্রুত পাখি হামিং বার্ড। এ পাখি প্রতি সেকেন্ডে ৯০-১২০ বার পাখা ঝাপটায়, মানুষ এতবার হাত  শরীরে এত বেশী তাপ উৎপন্ন হত যে মানুষ নিমিষেই গলে যেত। এ পাখি পেছনের দিকেও উড়তে পারে।

৩. উড়ন্ত অবস্থাতেও ঘুমায় সামুদ্রিক পাখি এলবাট্রস। তন্দ্রাচ্ছন্ন অবস্থায় এই বিশাল পাখিটি ঘন্টায় ২৫ মাইল বেগে উড়তে পারে।

৪. ঝিঁ ঝিঁ পোকা জন্মের পর ১৭ বছর মাটির নিচে ঘুমিয়ে কাটিয়ে দেয়।

৫. বুদ্ধিমান মানুষের চুলে কপার ও জিঙ্ক এর পরিমাণ বেশী থাকে।

৬. জিরাফই একমাত্র প্রাণী যে শিং সহ জন্মায়।

৭. কাফতার নামক প্রাণী এক বছর পর পর পুরুষ ও স্ত্রী রূপ ধারণ করে।

৮. একটি ব্যাঙ হজম করতে একটি সাপের ৫০ ঘন্টা সময় লাগে।

৯. বড় বড় ক্যাঙ্গারু এক লাফে প্রায় ৩০ ফুট যায়।

 

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top