Top today			
			আজ বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সায়ীদ-এর জন্মদিন
বহুমুখী প্রতিভার অধিকারী সমাজসংস্কারক আবদুল্লাহ আবু সায়ীদ-এর আজ জন্মদিন। ষাটের দশকে একজন প্রতিশ্রুতিশীল কবি হিসেবে পরিচিত আবদুল্লাহ আবু সায়ীদ মূলতঃ শিক্ষাবিদ ও সাহিত্যিক। সমালোচক এবং সাহিত্য সম্পাদক হিসাবেও তাঁর অবদান যথেষ্ট। তিনি একজন সুবক্তা। তিনি টিভি উপস্থাপক হিসাবে বিশেষ জনপ্রিয়তা অর্জন করেন। তাঁর জীবনের শ্রেষ্ঠ কীর্তি বিশ্বসাহিত্য কেন্দ্র যা ত্রিশ বছর ধরে বাংলাদেশে আলোকিত মানুষ তৈরির কাজে নিয়োজিত রয়েছে।
অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ ২০০৫ সালে একুশে পদক পান। ২০০৪ সালে তিনি র্যমন মাগাসেসে পুরস্কার অর্জন করেন। ২০১২ সালে প্রবন্ধে বাংলা একাডেমী পুরস্কার পান।
জন্মদিনে এই বহুমুখী প্রতিভার মানুষকে জানাই সশ্রদ্ধ অভিনন্দন। প্রার্থনা করি তাঁর দীর্ঘ জীবনের জন্য আর তাঁর ছড়ানো আলোতে যেন কেটে যায় সমস্ত অন্ধকার।
