Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

হোক মানবতার জয়

: | : ২৬/০৭/২০১৩

মানুষ বিভিন্নভাবে বেঁচে থাকার চেষ্টা করে,
বেঁচে থাকেও, হয় অমর সহস্র যুগের।
মৃত্যুর পূর্ব মুহুর্তেও বাঁচার স্বপ্ন দেখে মরে,
অথবা বুঝতেই পারে না এটা শেষ মুহুর্ত জীবনের।

মৃত্যুর অনিশ্চিত পথে রহস্যময় সম্রাজ্যে যাওয়ায় ভয় তাদের
অনিশ্চিৎ বিষেয়েই ভয় মানুষের,
সব বিষয়েই নিশ্চয়তা চায়
চায় মৃত্যুর পরও নিশ্চিৎ সাম্রাজ্য।

ফারাও থেকে শুরু করে বর্তমান রাজারা
সকলেই চেয়েছে সুন্দর নিশ্চিৎ ভবিষ্যৎ।
ফারাও হাজার হাজার মানুষের বলি দিয়েছিল পিরামিডে,
চেয়েছে আত্মাও পেয়ে যাক এমন সুন্দর সাম্রাজ্য, পুষ্পরথ,
তাই লাশের সাথে রেখেছে ধন-দৌলত, মনি মুক্তা, লক্ষ কোটি টাকার সম্পদ ধরে।
লাশকে বানিয়েছে মমি, আত্মা ফিরে আসুক আবার জলজ্যান্ত শরীরে।
আত্মা কোথায় গেছে কেউ জানে না কিন্তু দেহ টিকে আছে আজও।
টিকে আছে লক্ষ বলির পিরামিডও।

আজও মানুষ নিশ্চিৎ রাজ্যের নেশায় উন্মত্ত।
মক্কা থেকে জেরুজালেম, রোম, বেনারুশ সবখানে মানুষের ঢল।
মানবতার চেয়ে বেশি গড়ে উঠছে মন্দির, মসজিদ, গির্জা, মঠ।
তার পাশে আজ মানবতা ভিক্ষার পাত্র হাতে দাঁড়িয়ে।
মলিন মুখে ক্লান্ত পায়ে অবশ চোখে শুকনো হাত বাড়িয়ে।

ফারাওয়ের মত আজও রাজারা দেয় বলি
যুদ্ধের নাম দিয়ে দেয় দেবতার অঞ্জলি।
আজও জিহাদ মানে নিশ্চিৎ জান্নাত।
আজও মাঝে মাঝে প্রভাত মানে নিশ্চিৎ কালরাত।

আজও মানবতা সহ সম্পদ লুটে নেয় মত্ত রাজার দল
রক্তের দামে মানুষ আজও পায় মিথ্যা আর ছল।
আজও সমুদ্র ভাঙ্গে পাড় শুধু নদীর পাড়ে শ্রমের বলির ডালা
ঘাম আর রক্তের গড়া সম্পদে হোসেনের কারবালা।

 

আজও মানুষ গড়ে পিরামিডের মত মিথ্যে টাকার শহর,
অন্যকে আঘাত করা মানুষের মনে লক্ষ বছরেও অনড়।
আজও সকলে মুখ বুজে আছে, সকলে রাজার সভাকবি,
পুর্বে নয় পশ্চিমে কবে উঠিবে সত্য আলোকের রক্তিম রবি!

আজও পশ্চিমা বিশ্ব একাই মহান ফারাও, যাযাবর,
যুদ্ধ আজ শান্তির বানী, রাজা গনতন্ত্রের কালো ভ্রমর।
আজও নিশ্চিৎ ফারাও প্রধান, নিশ্চিৎ ভবিষ্যৎ, তারাই হবে জয়ী
অথর্ব মুসারা আজও নিশ্চিৎ জিহাদে, জান্নাতে আস্রয়ী।

প্রেমিকা কাঁদে কুড়ে ঘরে বসে, আজও দুঃখিনীর চোখে জল
আজও বালিকা নিশিতরাতে বালিশে চেপে কান্না করে আড়াল।
নিশ্চিৎ মরতে হবে তা জেনেও মানুষ নিজেরে নিজে মারে
কত ব্যাথা বুকে, স্বাধীনতা নেই, এ ব্যাথায় আগুন দেহের নীড়ে।

দেহে ঢালে কেরোসিন, অগ্নিদগ্ধ মাংসে ব্যাথা কি নেই!
মুক্তি, মুক্তি, মুক্তি, কোথায় অধরার নির্যাস সেই!
এসব কেউ দেখে দেখি না, কত যুদ্ধ হল তা মনেও রাখি না, আছে নিশ্চিৎ স্বর্গ
সবাই সেখানে রোম মক্কা, জেরুজালেম, কাশি, গয়া সবই পুণ্য তীর্থ।

মানুষ মরে যায়, বেঁচেও থাকে, চায় নিশ্চিৎ ভবিষ্যৎ
জন্ম থেকে মৃত্যু, তারপরও হতে চায় অমর, ধরে স্বর্গেগামী রথ।
তবু ক্ষীন আশা, যদি ভালবাসা মানুষেরে বাঁধিতে পারে মানবতায়
আর যুদ্ধ নয়, আর নয় সোজা জান্নাতের নেশা, হোক মানবতার জয়।

২৬.০৭.১৩, ঢাকা।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top