Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

”অনিয়ন্ত্রিত মন”

: | : ২৭/০৭/২০১৩

ট্রাফিক মোড়ের ছন্নছাড়া মানুষটি

তোমার-আমার চোখে পাগল,

ভেবে দেখিনি কখনো

তারও তো আছে মন;অনিয়ন্ত্রিত তা কেবল।

পেন্ডুলামের মত দোলে তার মন

তবে মানে না তা নিয়ম,

কোন্‌ অপ্রাপ্তির লু-হাওয়ায় দোলায় তাকে?

বুঝতে চাইনি তার মরম।

পথ পথে অনিশ্চিত ঘুরে

মুখে আবোল-তাবোল বোল,

উলংগ-অর্ধ উলংগ;উসকো-খুসকো  চুল

কিসের মায়ায় খোঁজে-কার কোল?

শীত-গ্রীষ্ম-বর্ষা একি ধাঁচে

মলিন জীবন রং,

কোন আক্রোশে এমন সে?

সেজেছে এই ব্যতিক্রম সঙ।

কিসের আক্ষেপ?কিসের ক্ষোভ?

কেনো তার অনিয়ন্ত্রিত মন?

আমি-তুমি পাগল বলি তারে

বুঝতে চাইনি-কেনো ছুটছে হন্‌ হন্?

ভেবে দেখিনি কখনো-তারও তো আছে মন

কেবল তা ভারসাম্যহীন,

তাই তো এমন জীবন তার;

মন নয় তার অধীন।

ছুটছে তার মন রকেটের গতিতে;

দেহ সয় না এতো ধকল,

মন চলে গেছে তার মহাশূন্য ছাড়িয়ে;

দেহখানি পরে আছে কেবল।

হুঁশহারা এদিক-ওদিক ঘুরে

তার অসংলগ্ন দেহকল,

উপহাসের হুল ফুটিয়ে

আমি-তুমি বলি পাগল।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top