Top today
‘চির যৌবনা”
তোমাকে দেখিলে ওগো
আমি হই পুলকিত,
তোমাকে ছুঁয়ে আমি
হই গো উত্তেজিত।
তোমাকে আমার করিবার
করি কত কৌশোল,
হস্তগত করিবার লাগি
যত হিংস্র ছোবল।
তুমি আমার;শুধু আমার
একান্তই আমার,
বৈধ-অবৈধ যাই হোক
আর কেহ নয় তোমার।
শয়নে-স্বপনে-রাত্রি যাপনে
তুমি চিন্তা-চেতনায়,
লাভার মত ফুটতে থাকি
তোমাকে ছোঁয়ার নেশায়।
তুমি চির যৌবনা
চির কর্মক্ষম,
ম্লান হয় না তোমার জৌলুস
তৃপ্ত কর চরম।
ভুলে যাই সকল বন্ধন
ভুলে যাই আত্মীয়তা,
তোমাকে পাওয়ার লোভে
ভুলে যাই সব সখ্যতা।
তুমি যার হাতে শুধু তার
শুধু তার-ই মান বশ্যতা।
কত হাত ছুঁয়ে এলে
বর্তমানের-ই কেবল রক্ষিতা।
বিশ্বজুড়ে তোমার স্বীকৃতি
বিশ্ব জুড়ে আধিপত্য,
তোমাকে একান্তে পাওয়ার নেশায়
কত মিথ্যে হয়েছে সত্য।
দেশ-বিদেশ ঘুরে ঘুরে
কত নামে হয় তোমায় ডাকা,
কেউ বলে ডলার-কেউ বলে রুপী
আর কেউ বা বলে টাকা।