Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

তোমাতে আমি

: | : ২৭/০৭/২০১৩

তোমার জীবনে হয়ত আমিই নই প্রথম পুরুষ

তবে জেনে রেখো, আমিই সে যে কিনা ভালবাসি তোমায়

হৃদয়ের গভীর থেকে।

এতটাই গভীর থেকে যার নেই কোন তল।

এই গভীর সাগরের মাঝে তুমিই আমার জল।

 

তুমি হয়ত ভাব তোমার জন্য করে আছে অপেক্ষা

অনেকে, শুধু তোমায় পাওয়ার আশায়।

কিন্তু জাননা তুমি,

কতগুলো অপেক্ষার প্রহর কাটিয়েছি আমি তোমায় ভেবে।

ছিলে তুমি মনে, আজীবন তুমিই রবে।

 

তুমি হয়ত ভাব বন্ধু আমি তোমার, নই অন্য কিছু।

জাননা তুমি আমি তোমায় কি ভাবি।

আমি ভালবাসি তোমায়

তোমার অগোচরে, সবার অন্তরালে, বন্ধুত্বের মোড়কে।

রাখব খুশি তোমায়, নিজে মরে ধুঁকে ধুঁকে।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top