বন্ধুত্বের মিছে সম্পর্ক
জগতে কোনকালে হয়নি বস্তুত
ছেলে আর মেয়েতে বন্ধুত্ব ।
জেনে রেখো সবে
নিজের ভালো হবে ।
বন্ধুত্বের অগাধ বিশ্বাসের ছলে
ভালবাসার ফাঁদে ফেলে ।
তুমি বিনে আমি বড্ড একা
তোমার ছবি মোর হৃদয়ে আঁকা ।
যদি তুমি না হও প্রাণের সখি আমার
কথা দিলাম চিরকালই রইব কুমার ।
তুমি বিনে আসবেনা কেউ মোর জীবনে
ভালবাসা হারিয়ে কাদবে বসে নির্জনে ।
তুমি আমার বন্ধু শুধুই বন্ধু আর কিছুই নও
বন্ধু ভেবে হৃদয়ে দিয়েছি ঠাই জেনে নাও ।
প্রেম – ভালবাসা কি এতই সস্তা আবেগ
আমার কঠিন কথায় মনে নিও না দাগ ।
আজীবন বন্ধু হয়েই থাকবো মোরা মিশে
প্রয়োজনে বন্ধু আমায় পাবে তোমার পাশে ।
বন্ধুত্বের হাতটি দিলাম বাড়িয়ে তোমার কাছে
এসো আমরা বন্ধু হই প্রকৃত বন্ধুত্ব যেথায় আছে ।
ছেলে আর মেয়েতে কখনোই বন্ধুত্ব হয় না । আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে সেটা পুরোপুরি বুঝতে পেরেছি । কবিতায় আরও অনেক কিছু লেখার ইচ্ছে ছিল কিন্তু আমি পারিনি কখনো পারবো কিনা তাও জানি না ।
ছেলে- মেয়েতে বন্ধুত্ব হয় না । যা হয় সেটা ভালবাসা ।