Top today
বৃষ্টিরে বৃষ্টি
বৃষ্টিরে বৃষ্টি
লোকে বলে মাঝে মাঝে
তুই অনা সৃষ্টি
আমাদের প্রতি তোর
এত শুভ দৃষ্টি।
বৃষ্টিরে বৃষ্টি
তুইভারি মিষ্টি।
গরমের দিনে
মাটি করে খাঁ খাঁ
বৃষ্টি এল
মানুষ হাসে হা হা
বৃষ্টির দিনে মানুষ
পানি দেয় সেঁচে
তাই মাঠের ফসল
সব যায় বেঁচে।
বৃষ্টিরে বৃষ্টি
মানুষকে ফাঁকি দিয়ে
তোর হলো সৃষ্টি
বৃষ্টিরে বৃষ্টি
তুই ভারি মিষ্টি।
।