Top today
আমার ভাগ্য
আমার ভাগ্য
দুর্ভাগ্যের চাদরে মোড়ানো
চির দিনই।
জম্নের পর শুরু
অভাবে, অনাহারে, অর্ধহারে
চলছে দিনের পর দিন।
ডানে বায়ে শুধু
শুন্যতার মহা সাগর
পানি সেচের উপায় হীন।
আমি নির্বিকার
হতভাগ, এও কি জীবন
আর কত কাল !
ভাগ্য পরিবর্তনের চেষ্টা
চলছে, রাত দিন অনাবরত
চলছে চলছেই।
ফকিরাপুল, ঢাকা।
২৬/০৭/২০১৩