Top today			
			কৌতুক-৬
এক ভীত লোক নদীতে গোসল করতে গেছে:
ভীত লোক    : ওহে জেলে ভাই নদীতে সাপ নেইতো?
জেলে           : না ভাই, সাপ নেই।
ভীত লোক    : তাহলেতো নিশ্চিন্তে গোসল করা যায়।
জেলে           : হ্যাঁ, করা যায় কিন্তু সাবধানে গোসল করতে হবে। 
ভীত লোক    : কেন?
জেলে           : কুমির আছে। এই কুমিরই তো সব সাপ খেয়ে শেষ করেছে।
