Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

চলন্তিকা ঈদ প্রকাশনা

: | : ২৮/০৭/২০১৩

প্রিয় লেখক বন্ধুরা

চলন্তিকা একটি অরাজনৈতিক সাহিত্যবিষয়ক ব্লগ। আমাদের ইচ্ছা ছিল জুলাই মাস থেকে আমরা মাসিক ইবুক বের করব। আমাদের ইচ্ছা ছিল বাবা দিবসের লেখা নিয়ে আর হুমায়ুন আহমেদের মৃত্যুবার্ষিকীতে ইবুক বের করা। বিভিন্ন ঝামেলার জন্য সেটা হয়ে উঠতে পারে নাই। আমরা সে জন্য দুঃখ প্রকাশ করছি।

 

সামনে ঈদ, আমরা অন্তত এই ঈদে একটা ইবুক বের করতে চাই। চলন্তিকাতে প্রকাশিত লেখাগুলো ইবুকের জন্য মনোনীত করা হবে। আপনারা আপনাদের প্রিয় তিনটি লেখার নাম এই পোস্টের মন্তব্যতে লিখে দিন, লিঙ্ক দিতে হবে না।  কেউ তিনের অধিক লেখা  জমা দিলে প্রথম তিনটি লেখা থেকেই বাছাই করা হবে। ইবুকে প্রকাশিত লেখা গুলোর সাথে কিছু মন্তব্যও প্রকাশ করা হবে। সুতরাং দেরি না করে আজই জানিয়ে দিন আপনার সেরা ৩টি লেখা।

 

লেখা জমা দেবার শেষ তারিখঃ আগস্ট রাত ১২টা, ২, ২০১৩।

ইবুক প্রকাশিত হবেঃ আগস্ট ৭, ২০১৩।

 

বিনীত

মুহাম্মদ আনোয়ারুল হক খান

সহ-সম্পাদক, চলন্তিকা ব্লগ

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top