Top today			
			ঝর্ণা ও ঝর্ণা
ঝর্ণা  নামে প্রবল গতিতে পাহাড় বেয়ে।
ঝর্ণা  নামে সিঁড়ি বেয়ে শান্ত ধীর পায়ে।
আমি কার কথা বলব আমার কবিতায়?
ঝর্ণা  ও ঝর্ণা একসাথে আমায় ভাবায়।
১৯-০৪-১৩, ঢাকা।
ঝর্ণা  নামে প্রবল গতিতে পাহাড় বেয়ে।
ঝর্ণা  নামে সিঁড়ি বেয়ে শান্ত ধীর পায়ে।
আমি কার কথা বলব আমার কবিতায়?
ঝর্ণা  ও ঝর্ণা একসাথে আমায় ভাবায়।
১৯-০৪-১৩, ঢাকা।
