Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

পাল্কীর গান / সত্যেন্দ্রনাথ দত্ত

: | : ২৮/০৭/২০১৩

পাল্কী চলে!

পাল্কী চলে!

গগন-তলে

আগুন জ্বলে!

স্তব্ধ গাঁয়ে

আদুল গায়ে

যাচ্ছে কারা

রৌদ্রে সারা

ময়রামুদি

চক্ষু মুদি’

পাটায় ব’সে

ঢুলছে ক’ষে।

দুধের চাঁছি

শুষছে মাছি,

উড়ছে কতক

ভনভনিয়ে।

আসছে কা’রা

হন্ হনিয়ে?

হাটের শেষে

রুক্ষ বেশে

ঠিক দু’পুরে

ধায় হাটুরে!

 

কুকুর গুলো

শুঁকছে ধূলো,

ধুঁকছে কেহ

ক্লান্ত দেহ।

 

গঙ্গা ফড়িং

লাফিয়ে চলে;

বাঁধের দিকে

সূর্য্য ঢলে।

 

পাল্কী চলে রে,

অঙ্গ টলেরে!

আর দেরি কত?

আর কত দূর?

Kobi-satyendranathdutta

সত্যেন্দ্রনাথ দত্ত (জন্ম: ফেব্রুয়ারি ১১, ১৮৮২ – মৃত্যু: জুন ২৫, ১৯২২) একজন বাঙালি কবি ও ছড়াকার। তাঁর কবিতায় ছন্দের কারুকাজ, শব্দ ও ভাষা যথোপযুক্ত ব্যবহারের কৃতিত্বের জন্য তাঁকে ছন্দের যাদুকর নামে আখ্যায়িত করা হয়। মধ্যযুগে ভারতের ইতিহাস, সংস্কৃতি, পৌরাণিক প্রভৃতি বুদ্ধি-বৃত্তিবিষয়ক বিভিন্ন বিষয়ে তিনি ছিলেন সিদ্ধহস্তের অধিকারী।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top