Top today
বাবা
বাবা আমার সুখে দুখে
কত আদর করে,
তাহার কথা মনে হলে
অশ্র“ ঝরে পড়ে।
অসীম আলোর পথ দেখাতেন
বাবা আদর করে,
তখন কি যে খুশি হতাম
প্রাণটি যেত ভরে।
ছোট বেলা বাবা তোমায়
কত যে ভয় পেতাম,
সকাল সাঁঝে তোমার কথায়
পড়তে বসে যেতাম।
মাঝে মাঝে তোমার প্রতি
কত যে রাগ হতাম,
তোমার কথায় রাত দুপুরে
পড়তে যখন হতো।
বাবা তুমি দোয়া কর
তোমার ছেলের জন্য,
তোমার মানিক হয় যেন
এ জগত জুড়ে ধন্য।