ভালবাসাবাসি
ভালবাসাবাসি

ভালবাসা হলো
আকাশপানে দৃষ্টি মেলে, নীলে
নীল হওয়া।
ভালবাসা হলো
কিছু ডানা
ডানায় ডানায়
এলোমেলো উড়ে চলা।
কথা বলা।
ভালবাসা হলো
নি:শ্বাস মেলে
প্রজাপতির রঙ্গে বিলীন হাওয়া
গন্ধ পাওয়া।
ভালবাসা হলো
চোখে চোখ
ঠোটের কোনে একচিমটি হাসি
ভালবাসাবাসি।