Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

ভালবাসাবাসি

: | : ২৮/০৭/২০১৩

ভালবাসাবাসি

url
ভালবাসা হলো
আকাশপানে দৃষ্টি মেলে, নীলে
নীল হওয়া।

ভালবাসা হলো
কিছু ডানা
ডানায় ডানায়
এলোমেলো উড়ে চলা।
কথা বলা।

ভালবাসা হলো
নি:শ্বাস মেলে
প্রজাপতির রঙ্গে বিলীন হাওয়া
গন্ধ পাওয়া।

ভালবাসা হলো
চোখে চোখ
ঠোটের কোনে একচিমটি হাসি
ভালবাসাবাসি।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top