Top today
“ভালোবাসা চাই”
কষ্টের রঙে স্বপ্ন আঁকি,
তুমি কি স্বপ্নের ভাগ নেবে?
চোখের জলে সুখ কিনি,
তুমি কি সুখের ভাগ নেবে?
বিনিময়ে শুধু দুহাত ভরে
আমায় তুমি ভালোবাসা দেবে।।
ভালোবাসার শীতল পরশে
জড়িয়ে আমায় নেবে।।
কষ্টের রঙে স্বপ্ন আঁকি,
তুমি কি স্বপ্নের ভাগ নেবে?
চোখের জলে সুখ কিনি,
তুমি কি সুখের ভাগ নেবে?
বিনিময়ে শুধু দুহাত ভরে
আমায় তুমি ভালোবাসা দেবে।।
ভালোবাসার শীতল পরশে
জড়িয়ে আমায় নেবে।।