Top today
আমার সবুজ পাখি
সবুজ ঘাসে ছাওয়া ছিল
তার সারাটা গাঁ
হঠাৎ করেই হারিয়ে গেল
আমায় দিয়ে ঘাঁ।
লাল টুকটুকে ঠোট খানি তার
ডাকতো আমায় নানা
সারাটা দিন ঘরটায় যেন
সুর দিত তার হানা।
পাখি তো নয় লক্ষ্মী ছিল
ঘরটা আলোয় জ্বেলে
যেদিকে যাই সাথেই যেত
যাদুর পাখনা মেলে
আম পেঁয়ারা জাম খেত খুব
খেত কথার লাজ
অচেনা লোক দেখলেই সে
ছাড়তো কথার বাজ।
নাম কী তোমার কোথায় থাক
কেনবা এলে হেথায়?
বিষিয়ে তুলতো আগুন্তককে
এমনি হাজার কথায়।
কখনো বা ছিচঁকে চোরে
পড়তো কথার প্যাঁচে
লেজ গুটিয়ে দৌড় দিলে
পাখি উঠতো নেচে।
সোনার পাখি টিয়া আমার
ছোট্ট বেলার সাথী
চোখের জলে ভাসিয়ে আমায়
নিভিয়ে গেছে বাতি।
পথ চেয়ে তার কৈশোর আমার
কেটেছে আশায় আশায়
গাছের ডালে খালে বিলে
খুঁজে পাখির বাসায় ।
হারিয়ে যাওয়া সবুজ পাখি
সবুজ পাখার ঘ্রাণ
স্বপ্নে আজো সঙ্গী করে
ভরাই দুখের প্রাণ।