১
ঈদের চাদ বাঁকা নেই তো কোন চাকা তবু দেখ তারে যায় না ধরে রাখা
২
ঈদ এলো গগন জুড়ে ঈদ এলো নতুন সুরে ঈদ এলো ঈদ এলো ঈদ এলো বছর ঘুরে।
৩
খোকন সোনা ধরছে দেখ নতুন জামার বায়না ঈদের দিনে, খুশীর দিন এ লাগবে গয়না আয়না।