Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

“ব্রেকআপ”

: | : ২৯/০৭/২০১৩

শান্তর মনটা আজ খুব খারাপ।।

মন খারাপ মানুষের নানা কারনে হতে পারে।শান্তর ও মাঝে মধ্যেই মন খারাপ হয়।তবে ওর সবচেয়ে বেশি মন খারাপ হয় যখন মিলির সাথে ওর ঝগড়া হয়। মিলি হল শান্তর প্রেমিকা।আর প্রেমিক প্রেমিকার মধ্যে মাঝে মধ্যে একটু আকটু ঝগড়া বিবাদ হবেই।তবে শান্ত স্বভাবেও শান্ত।তাই সে মিলির সাথে ঝগড়া করতে চায় না।কিন্তু মিলি বলে একটু ঝগড়া,একটু খুনসুটি না হলে নাকি প্রেম জমে না।তাই শান্ত ও মিলি তাদের প্রেম জমিয়ে তুলতে মাঝে মধ্যে ঝগড়া করত। কখনো কারনে কখনো অকারনে।।

কিন্তু আজ শান্তর মনটা অনেক অনেক বেশি খারাপ।কারন গত রাতে শান্ত আর মিলির মধ্যে শুধু ঝগড়াই হয়নি,মিলি শান্তর সাথে তার রিলেশনটা ব্রেক আপ করেছে।শান্তর মনে আজ তাই অনেক কষ্ট।সে ভাবে ঝগড়া তো প্রায় সময়ই হয়,মিলি রেগে গিয়ে শান্তর সাথে যখন ঝগড়া করত তখন শান্ত না রাগলে মিলি আরও বেশি রেগে যেত।তাই ঝগড়া লাগলে তারা দুজনই খুব উত্তেজিত ভাবে কথা বলত,তুই তোকারি করত।আবার ক্ষানিক বাদে সব ঠিক হয়ে যেত।কিন্তু কাল কি যে হল শান্ত কিছুই বুজতে পারছেনা।।

শান্ত সারারাত ঘুমাতে পারেনি।মন খারাপ থাকলে ঘুমানো যায় নাকি?হয়তো যায়।কিন্তু শান্ত পারেনা।সে সারারাত মিলিকে ফোনে ট্রাই করেছে।কিন্তু মিলির নাম্বারটা বন্ধ ছিল।সে তার মোবাইলটা হাতে নিল আর মিলির নাম্বারে ফোন দিল।এবার কল ঢুকে।কিন্তু মিলি কল রিসিভ করে না।শান্তর খুব রাগ হয়।সে মিলিকে একটা মেসেজ পাঠায়,

-জান, প্লিজ রাগ করোনা।একটা বার আমার ফোনটা ধরো।

কিন্তু মিলির রাগ ভাঙেনা।বার বার ট্রাই করার পরও মিলি শান্তর কল রিসিভ করে না।শান্তর এবার সত্যি সত্যি ভীষণ রাগ হয় মিলির উপর।মিলির উপর সে কখনোও এই রকম রাগেনি।রাগের সাথে সাথে তার খুব কান্না ও পাচ্ছে।মিলি কেন তার সাথে রিলেশন ব্রেকআপ করল তার কারন শান্ত জানেনা।সে জানেনা মিলি কেন তাকে এভাবে কষ্ট দিচ্ছে।কেন তার মন ভেঙে দিয়েছে।।

হটাত শান্তর মোবাইলে কল এলো।শান্ত দেখল যে মিলি তাকে কল করেছে।এবার সে মিলির কল ধরেনা।কারন সে মিলির উপর অনেক বেশি রাগ করেছে।শান্ত ভাবে, মিলি তার সাথে রাগ করে রিলেশন ব্রেকআপ করেছে তবে সে কেন শান্তর নাম্বারে কল দিবে?শান্ত রিসিভ করবেনা মিলির কল।।কিন্তু মিলি তাকে বার বার কল করছে।শান্ত চিন্তা করল মোবাইলটা অফ করে দিবে নাকি?কিন্তু সে মোবাইল অফ করলনা।।

শান্তর নাম্বারে মেসেজ এলো।শান্ত দেখল মিলি তাকে মেসেজ পাঠিয়েছে।

-জান,প্লিজ রাগ করোনা।আমি তোমার বাসার নিচে দাড়িয়ে আছি,তুমি একটু আসো প্লিজ।।

মুহূর্তে শান্তর সব রাগ উবে যায়।সে এক দৌড়ে নামে বাসার নিচে।দেখে মিলি দাড়িয়ে আছে একটা রিকশা নিয়ে।মিলি তাকে বলে,

-রিকশায় ওঠো।

-এভাবে,এই অবস্থায়?বলে শান্ত।

-হুম।মিলি বলে।

শান্ত রিকশায় উঠে বসে।

-এই রিকশা যাও…বলল মিলি।

রিকশা সামনে চলতে থাকে।শান্ত আর মিলির রাগ আবার রূপ নেয় ভালোবাসায়।সব কিছু ভুলে গিয়ে তারা আবার মেতে ওঠে খুনসুটিতে।।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top