Top today
মা যে আমার
মা যে আমার পরম পাওয়া
এ জগতের আলো,
মা যে আমার ফুলের হাসি
সবচেয়ে ভালো।
মা যে আমার নির্মল সুনীল
আকাশের শুভ্র তারা,
মা যে আমার শান্ত সবুজ
শীতল ঝর্ণা ধারা।
মা যে আমার প্রদীপ শিখা
ধরনীর বুক চিরে।
মা যে আমার অরূপ রতন
আশা অপ্রতিম,
মা যে আমার জয় তিলক
শুভ্র অনুপম।
মা যে আমার জুঁই চামেলী
আমার প্রিয় স্বর্ণা চাঁপা,
মা যে আমার জয় নিশান
চলার পথের দিশা।
মা যে আমার শান্তি সুধা
স্নিগ্ধ চাঁদের আলো,
মা যে আমার এক অনন্যা
স্মরনে দূর হবে সব কালো।
মা যে আমার তপন জ্যোতি
স্রষ্টার অসীম দান,
মা যে আমার স্বপন
আমার মাথার তাজ।
বলছি শোন, আঘাত দিও না মাকে
মায়ের জীবন কর পূর্ণ,
মনে রেখ, মায়ের দোয়ায়
জীবন হবে ধন্য।
তাই আমার পরম চাওয়া
আমার মায়ের সুখ।
তন্ময় হয়ে চেয়ে দেখি
আমার মায়ের সেই স্নেহশীল মুখ।