Today 11 Jan 2026
Top today
Welcome to cholontika

“শীতল বলয়”

: | : ২৯/০৭/২০১৩

ভেজা গগন ছুঁয়ে আসিলাম

অভ্যস্ততার শীতল আহরণ,

অঙ্গ ঘিরে শীতল বলয়

অনলেও হয় না দহন।

হিমাংকের মেরু প্রান্তর জমাট বেঁধেছে

কঠিন জলের নিশ্চলতা,

নত শিরে প্রণাম করে

অহংকারী সূর্যদেবতা।

এসো না  কখনো নৈকট্যে

সিনায় সিনায় করিতে আলিঙ্গিত আদর,

জমে যাবে শীতল পরশে;

মূর্তির ন্যায় নিথর।

আগ্নেয়গিরির উতপ্ত লাভা

শীতলতার ছোঁয়ায় বনে কঠিন প্রস্তর,

পরগাছাও আশ্রয় পায় না

অনুভুতিহীনতার নিষ্ঠুর আস্তর।

জমে গিয়ে অনুভুতিহীন

গায়ে মেরুর শিতল চাঁদর।

কসম খেয়ে নিরুত্তর স্নায়ু

তাই বেমালুম উষ্ণতার আদর।

 

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top