Top today
চৈতালি বিকেল
চৈত্র মাসের মিত্র হাওয়া
বৈকেলেরি গায়
পথের ধারে দাড়িয়ে ছিলুম
এমনি কোনো বায়,
হঠাৎ দেখি উজান হতে
মাটির একখান কলসী কাধে
নীল শাড়ীতে ঢেউ তুলে
আসছে কেউ হেলদোলে
নুপুর বাঁধা পায়
নুপরের ঐ রিমিঝিমি
বাতাসের ঐ পাগলামি
মনটা উড়ে যায় |
আমায় দেখে লাজুক চোখে
ঘোমটা দিয়ে মুখটা ঢেকে
দ্রুত চলে যায়
আমি কাজল হয়ে যাই মিশে
তার চোখের উপর নিচে
সে যখন মুসকি হেসে
দূরে গিয়ে পেছন ফিরে চায় |