Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

আক্ষেপগুলো

: | : ৩০/০৭/২০১৩

Lovers Island is all heart for Valentines
তোমার সব আক্ষেপ শুনলাম
ক্রেনে চড়িয়ে অলীক কল্পনায়
চালান করেও দিলাম চোখ দুটো।
কথা দিচ্ছি; এই আমি
আক্ষেপগুলো
শুনলাম।
আক্ষেপগুলো
পূরণ করতে চাই।

পাথরের ভাঁজে ভাঁজে ফুটাতে চাই কদম
তবু, কচুপাতার নৌকায় চরে
পাড়ি দিতে চাই না লঙ্ঘন কিংবা বংশী।

জানি বৃষ্টিতে সতেজ হয় গাছ-পাতা-ঘাস
শিশিরও জমে মুড়ি মুরকির মত।

আক্ষেপগুলো
শুনতে দাও
কথা দিচ্ছি, এই আমি
পলকা হাওয়ায় উড়িয়ে দিব
চশমার কাঁচে জমে থাকা ধুলো।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top