Top today			
			আমি কিছু বললে দরজা বন্ধ করে
জীবন ভুলে সুখ ছেড়ে চাই আমি কি
প্রেমপত্র লিখে পরে বাহিরে ফেলেছি
বর্ণ মিথ্যে বলল তবু রই বিশ্বাসী
নোনা পানীয় মিষ্টি বলে পান করেছি
মোহেতে দেখি লাগে ভাল কেউ বুঝনি
তাদের ভুলে আজি আমি মত্ত হয়েছি
ইচ্ছা জাগে যখন লেখক হব আমি
খালি ঘড়ে একাকী কলম শুধু সঙ্গী
নিজের সাথে আর তুমি খেলা করনা
নব আলোয় আসলে কালো রইবেনা
ফিরে পাবে অনুভূতি সব হবে জানা
কলি এক ফুল হয়েছে অলি আসেনা
কথা বলে মন ময়ূরী হাজার ডঙে
আমি কিছু বললে দরজা বন্ধ করে ।
