Today 21 Dec 2025
Top today
Welcome to cholontika

আমি কিছু বললে দরজা বন্ধ করে

: | : ৩০/০৭/২০১৩

জীবন ভুলে সুখ ছেড়ে চাই আমি কি

প্রেমপত্র লিখে পরে বাহিরে ফেলেছি

বর্ণ মিথ্যে বলল তবু রই বিশ্বাসী

নোনা পানীয় মিষ্টি বলে পান করেছি

মোহেতে দেখি লাগে ভাল কেউ বুঝনি

তাদের ভুলে আজি আমি মত্ত হয়েছি

ইচ্ছা জাগে যখন লেখক হব আমি

খালি ঘড়ে একাকী কলম শুধু সঙ্গী

 

নিজের সাথে আর তুমি খেলা করনা

নব আলোয় আসলে কালো রইবেনা

ফিরে পাবে অনুভূতি সব হবে জানা

কলি এক ফুল হয়েছে অলি আসেনা

কথা বলে মন ময়ূরী হাজার ডঙে

আমি কিছু বললে দরজা বন্ধ করে ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top