Today 11 Jan 2026
Top today
Welcome to cholontika

একটি মৃদুল পাতা

: | : ৩০/০৭/২০১৩

হিমালয়ের ছুড়ায় দুরান্ত ছোঁয়ায়

যমুনার উষ্ণা শীতল প্রেমের কুলে

খুব গভীর নীলা জলে,ডুরাকাটা

কালনাগিনীর হলো আভীরভাব।

দুরান্তপনায় উত্তর থেকে দক্ষিন,

পূরব কি পশ্চিম জুড়ে, ফুসফাস

হুসহাস ফেনা তুলে,শুধুই যে ভাসে।

জোয়ার কি ভাটাতে,চিনাকে ফেলে

তীব্র উত্তাল স্রোতে আনন্দে মহে

উজানে কি ভাটিকে কিছুই

মানতে নারাস সে,হঠাৎ করে

জেনো,পাহাড়ের বুকে জুড়ে

চির সবুজের অরন্যে,বিষাক্ত তারি

হাওয়ায় সটফোট করছে এই

গজানো একটি মৃদুল পাতা।

হারি য়ে গেলো হিমালয়ের চুড়ায়

নীলা জলের স্পরশে দুরান্তপনায়,

একটি শুধু একটি মৃদুল পাতা।

 

লেখার তারিখঃ ০৫/০৭/২০১০ রাত ১১;৩৩ মিনিটে

+++++++++++++++ = +++++

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top