Top today
একটি মৃদুল পাতা
হিমালয়ের ছুড়ায় দুরান্ত ছোঁয়ায়
যমুনার উষ্ণা শীতল প্রেমের কুলে
খুব গভীর নীলা জলে,ডুরাকাটা
কালনাগিনীর হলো আভীরভাব।
দুরান্তপনায় উত্তর থেকে দক্ষিন,
পূরব কি পশ্চিম জুড়ে, ফুসফাস
হুসহাস ফেনা তুলে,শুধুই যে ভাসে।
জোয়ার কি ভাটাতে,চিনাকে ফেলে
তীব্র উত্তাল স্রোতে আনন্দে মহে
উজানে কি ভাটিকে কিছুই
মানতে নারাস সে,হঠাৎ করে
জেনো,পাহাড়ের বুকে জুড়ে
চির সবুজের অরন্যে,বিষাক্ত তারি
হাওয়ায় সটফোট করছে এই
গজানো একটি মৃদুল পাতা।
হারি য়ে গেলো হিমালয়ের চুড়ায়
নীলা জলের স্পরশে দুরান্তপনায়,
একটি শুধু একটি মৃদুল পাতা।
লেখার তারিখঃ ০৫/০৭/২০১০ রাত ১১;৩৩ মিনিটে
+++++++++++++++ = +++++