Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

জুলাই’১৩ মাসের পুরুস্কার ঘোষণা

: admin | : ৩০/০৭/২০১৩

সেরা তিনজন প্রদায়ক

পয়েন্ট এর ভিত্তিতে সেরা তিনজন প্রদায়ক কে অর্জিত পয়েন্ট এর ৩% হারে টাকা দেওয়া হবে।

জুলাই মাসের সেরা তিন প্রদায়ক হলেন –

আরিফুর রহমান (3993)

আমির হোসেন (3778)

এ হুসাইন মিন্টু (2918)

সেরা তিনজনকে তাদের মোবাইল নাম্বার mahkbd@gmail.com এ মেইল করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। জুন মাসে তৃতীয় হওয়া রফিক আল জায়েদ (705) ভাইকে তার মোবাইল নাম্বার মেল করার জন্য অনুরোধ করা হচ্ছে।

 

১০০০ পয়েন্ট এর অধিক অর্জনকারী প্রদায়ক

১০০০ এর পয়েন্ট এর অধিক অর্জন করবেন তারা অথবা তাদের মনোনীত প্রতিনিধি exambd এর যে কোন সার্ভিসে ৫০% ছাড় পাবেন।

আরিফুর রহমান (3993)

আমির হোসেন (3778)

এ হুসাইন মিন্টু (2918)

কাউছার আলম (2700)

আপনারা সার্ভিস নেবার সময় চলন্তিকা থেকে প্রাপ্ত সার্টিফিকেট exambd তে মেইল করে দিবেন। আপনাদের সার্টিফিকেট খুব তারতারি মেইল করে দেওয়া হবে।

 

সর্বোচ্চ মন্তব্যকারী

যিনি সবচাইতে বেশি মন্তব্য করবেন তাকে পুরষ্কার হিসাবে “জিরো ২ ইনফিনিটি” ম্যাগাজিন এর চলতি কপি দেওয়া হবে।

জুলাই মাসের সর্বোচ্চ মন্তব্যকারী হলেন আরিফুর রহমান (977)। সম্পাদক বরাবর আপনার ঠিকানা মেইল করে দিন।

 

২০০ এর অধিক মন্তব্যকারী  

যারা মাসে ২০০ এর বেশি মন্তব্য করবেন তারা অথবা তাদের মনোনীত প্রতিনিধি exambd এর যে কোন সার্ভিসে ৫০% ছাড় পাবেন।

আরিফুর রহমান (977)

আমির হোসেন (853)

এ হুসাইন মিন্টু (625)

কাউছার আলম (597)

আপনারা সার্ভিস নেবার সময় চলন্তিকা থেকে প্রাপ্ত সার্টিফিকেট exambd তে মেইল করে দিবেন। আপনাদের সার্টিফিকেট খুব তারতারি মেইল করে দেওয়া হবে।

 

সেরা লেখার সেরা লেখক

লেখার ভিত্তিতে প্রতি মাসে সেরা লেখককে পুরষ্কার হিসাবে যে কোন একটি বিদেশী ভাষা শিক্ষার পূর্ণ ম্যানুয়াল দেওয়া হবে।

জুলাই ’১৩ মাসের প্রাপ্ত লেখাগুলো নিম্নে দেওয়া হল।

 

গল্প

১। বৃদ্ধ নিবাস – সপ্নিল রায়

২। মেঘলা দুপুর – স্বপ্নিল রায়

৩। পকেটমার অথবা ঘুষ নেবার গল্প – স্বপ্নিল রায়

৪। ব্যাংক ড্রাফট – স্বপ্নিল রায়

৫। রাজার ভেলা -আলামগীর কবির

৬। চোর- আমির হোসেন

 

কবিতা

১। রঙ্গীন কলের সং বাদ – আলমগীর সরকার লিটন

২। দীঘির জলের পদ্ম ফুল  – আলমগীর সরকার লিটন

৩। আমি তার হৃৎকম্পের শব্দ শুনি – স্বপ্নিল রায়

৪। আমার স্বপ্নের বাড়ি – আমির হোসেন

৫। ধান্ধাবাজ -কাউছার আলম

৬। নির্ভেজাল বর্ষার সাজ – আহমেদ ফয়েজ

৭। নীলিমার বিপরীতে সম্ভাবনা – আহমেদ ফয়েজ

৮। সেরা দুই জুটি – আমির হোসেন

৯। দুটো পাখি – আহমেদ ইশতিয়াক

 

ছড়া

১। খুশীর ঈদ – আমির হোসেন

 

প্রবন্ধ

১। প্রশিক্ষণ, ধৈর্য্য ও আত্মসংযমের মাধ্যম হচ্ছে রোযা- আমির হোসেন

 

উপরের লেখাগুলো অবশ্যই চলন্তিকাতে প্রথম প্রকাশিত হতে হবে। অন্য ব্লগে কিংবা মাধ্যমে এর ৩০ দিন পরে প্রকাশিত হতে পারে। তবে চলন্তিকার পর যেখানেই ওই লেখা প্রকাশিত হোক না কেন সেখানে চলন্তিকা ব্লগের লেখাটির লিঙ্ক দিয়ে দিতে হবে, অথবা লেখার শেষে “এই লেখাটি ইতিপূর্বে চলন্তিকা ব্লগে প্রকাশিত হয়েছে” লেখা থাকতে হবে।

অক্টোবর মাসের ফলাফলের সময় জুলাই মাসের সেরা লেখকের নাম ঘোষণা করা হবে।

এখানে উল্লেখ করা যাচ্ছে যে চলন্তিকা সাহিত্য পদক বিবেচনার জন্য ভবিষ্যতে শুধুমাত্র প্রতিমাসের প্রাপ্ত সেরা লেখগুলোকেই হিসাবে নেওয়া হবে। যদি কোন লেখা আমাদের শর্ত ভঙ্গ করে তবে সেটি চলন্তিকা সাহিত্য পদক বিবেচনা থেকে বাদ যাবে। আর কোন লেখকের ১০টি লেখা যদি বাদ যায় তবে সেই লেখক কখনই চলন্তিকা সাহিত্য পদকের জন্য বিবেচিত হবেন না। তাই আপনাদের সবাইকে নিয়মিত নতুন নতুন লেখা জমা দেবার জন্য অনুরোধ করছি।

 

 

আসুন আমরা সবাই বিজয়ীদের অভিনন্দন জানাই।

 

 

 

বিশেষ ঘোষণাঃ অন্যান্য বিভাগের পুরুস্কার সেপ্টেম্বর থেকে শুরু হবে।

 

 

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ৫৮ টি
সর্বমোট মন্তব্য: ০ টি
নিবন্ধন করেছেন: ২০২৪-১১-২৩ ০৬:১০:০২ মিনিটে
Visit admin Website.

মন্তব্য করুন

go_top