Today 21 Dec 2025
Top today
Welcome to cholontika

তারুণ্য প্রাণে

: | : ৩০/০৭/২০১৩

বাংলা সাহিত্যের দিকপাল হুমায়ূন আহমেদের স্মরনে……

তারুণ্য প্রাণে উচ্ছাস আর উদ্দম কল্পপথে,
অনন্তকাল বাংলার বুকে সৃষ্টির অমৃত সুখে-
এ মৃত্যু নয় চলমান ধারার নি‍য়মের বেড়া জাল,
অমর তুমি দিকপাল মোদের থাকবে অনন্তকাল।
কলমের কালিতে যাদুর মত অমৃত স্বাদের সৃষ্টি,
সেই কল্পনায় দেশ জুড়ে ঝরে শ্রবনে অশ্রু বৃষ্টি।
আমরা শোকাহত, আমরা ‍বিমুঢ় হারানো রত্নের আলোয়,
অনুপ্রেরনা উদ্দিপনায় সৃষ্টি সুখে ‍সব ভুলায়।
হাজার কালের বাংলার স্বর নতুন শক্তির স্রোতে,
ঢেউ ভাঙ্গা পাড়ে জলের মাঝে ক্রন্দন উঠে মাঝ রাতে।
মোরা মহাকালের তারুণ্যের জয়গান,
কল্পনা পথে নিবেদিত করি ‍বাংলার মাঝে প্রাণ।
তুমি ছিলে, আছ, থাকবে মোদের হৃদয়ে,
ক্রন্দন ধ্বনীর মাঝে বিদায় সৃষ্টি সুখের জয়ে।

 

 

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top