Top today
পাখির গান
পাখিরা আকাশে উড়ে
দোয়েল গায় গান,
শিল্পী বাবুই বাসায় বসে
দেয় যে তাতে তান।
ময়না, টিয়া, শালিক, চড়–ই
এক সাথে এক দলে,
মিষ্টি মধুর সুর শুনিয়ে
এক সাথে গান বলে।
কোথা হতে আসল কোকিল
বসল যে এক ডালে,
বসন্তের সেই দোলা লেগে
গাছ ভরে যায় ফুলে।
কোযেল পাখির গান শুনে যে
সবাই গায় সুরে,
এক সাথে তারা সবাই মিলে
আকাশেতে উড়ে।
কাকাতুয়া রং মাখিয়ে
মেলায় এসেছে,
মোরগ ভায়া টোপর মাথায়
সর যে সেজেছে।
টুনটুনি যে ভয় পেয়ে
উড়ে চলে গেল,
বক পাখিটা মাছ ধরিতে
নদীর তীরে এল।