Top today
ভালোবাসা
ভালোবাসা কখনো আত্ন সমর্পন করে না
হয়তবা স্থানান্তর হয়,
হৃদয় কখনো দ্বিখন্ডিত হয় না
হয়তবা হৃদয়ের প্রসার হয়।
তেমনি স্থানান্তর কিংবা প্রসারতা
আপনকে পর করে দেয়,
নতুবা পর থেকে আপন,
তেমনি ভালবাসার প্রতিদান হয় না
এ প্রতিদান দিতে গিয়ে খুন হয়েছে অগণিত সুখ, স্বপ্ন এবং সংসার।
তাই তো আর তোমাকে ফেরৎ চাই না
হিসেব চাই না আর,
তুমি এক হাত হয়তো ছেড়ে দিয়েছ
তুমি পারবে, আমি ভুল করবো না
হয়তবা অন্য দু’হাত ধরে নেব।
জীবন ছোট মন ছোট নয়, বাল্য থেকে বুড়ো
আমি ঠকলাম না তুমি ঠকলে
হয়তো দেখবে হারিয়ে,
দেখতে ভালো রাস্তা সরু, বেখেয়ালিতে হারাতে শুরু
দেখতে কালো মনটা ভালো
আসবে তা চিরকাল, এটাই সত্য এটাই রীতি।