Today 11 Jan 2026
Top today
Welcome to cholontika

ষাড় আর ব্যাঙ

: | : ৩০/০৭/২০১৩

ffd

বাচ্চা ব্যাঙেরা মাঠে এক ষাঁড়কে চরতে দেখে এসে তাদের মাকে বললো, মা, আমরা এমন এক জানোয়ার দেখে এলাম,কত বড় তার দেহ তোমায় কি বলব?
কি বললি, সে আমার চেয়েও বড়?
কি বলছ মা তুমি! সে তোমার চেয়ে অনেক অনেক বড়।
মা ব্যাঙ তখন তার পেটটা ফুলিয়ে বললো, এই এত বড়?
হাসালে মা তুমি। এ তার একশো ভাগের এক ভাগও না।
মা ব্যাঙ তখন তার পেটটা আরও ফুলিয়ে বললো, চেয়ে দেখ এবার এত বড়?
পাগল হয়েছো মা তুমি। তুমি হাজার চেষ্টা করলেও তার মতো হতে পারবে না।
বাচ্চাদের এই কথা শুনে মা ব্যাঙ রেরে মেগে তার পেটটা আরও বড় করে ফুলাতে লাগল। অবশেষে বেশী করে ফুলাতে গিয়ে পেট ফেটে মারা গেল।

শিক্ষণীয়ঃ
ছোট হয়ে বড়র, দরিদ্র হয়ে ধনীর অনুকরণ করতে যাওয়া মানে নিজের সর্বনাশ ডেকে আনা। অনুকরণ অনেক সময় সর্বনাশের কারণ হয়।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top