Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

স্বপ্ন আমার

: | : ৩০/০৭/২০১৩

 

স্বপ্ন আমার ডানে বায়ে
স্বপ্ন আমার বালিশে
স্বপ্ন আমার কঠোর কাজে
স্বপ্ন আমার আলিশে ।

স্বপ্ন আমার সকাল বিকাল
স্বপ্ন আমার নিশিথে
স্বপ্ন আমার খেলার পুতুল
স্বপ্ন আমার হাসিতে ।

স্বপ্ন আমার মাঠে ঘাটে
স্বপ্ন আমার বাজারে
স্বপ্ন আমার কুলি মজুর
স্বপ্ন আমার মাজারে ।

স্বপ্ন আমার ছেলে বুড়ো
স্বপ্ন আমার রোগীরা
স্বপ্ন আমার শিশুর হাসি
স্বপ্ন আমার যোগীরা ।

স্বপ্ন আমার কান্না হাসি
স্বপ্ন আমার ভিখারি
স্বপ্ন আমার অভুক্ত মুখ
স্বপ্ন আমার দিশারী ।

স্বপ্ন আমার রাজা প্রজা
স্বপ্ন আমার পতিতা
স্বপ্ন আমার গরীব ধনী
স্বপ্ন আমার সতীতা ।

স্বপ্ন আমার বাড়ি গাড়ি
স্বপ্ন আমার রমনী
স্বপ্ন আমার বিলাস বহুল
স্বপ্ন আমার মদনী ।

স্বপ্ন আমার রাজার মুকুট
স্বপ্ন আমার ক্ষমতা
স্বপ্ন আমার কঠোরতা
স্বপ্ন আমার মমতা ।

স্বপ্ন আমার বাংলাদেশে
স্বপ্ন আমার জগতময়
স্বপ্ন আমার এপার ওপার
স্বপ্ন আমার হিরনময় ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top