Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

দারিদ্রতা

: | : ৩১/০৭/২০১৩

p
পাহাড়ের উপর থেকে, শূণ্যতাকে
হাত বাড়িয়ে, মন উড়িয়ে ছুঁয়ে দিলাম
এই আবেশে, অবশেষে মন আকাশে
স্নিগ্ধতার এক, হলো উদ্রেক বুঝে নিলাম।

সবাই যেমন আলোর নাচন দেখে নিতে
পায় যে সাড়া বাধন হারা হৃদয় হতে
নইতো তেমন আমি এমন দেখতে কেবল;
মহাকাশের, নববাসের রূপ দেখিতে।

বাসি ভালো হৃদয় আলো দারিদ্রতা
বুঝি সেতো দুঃখ যতো অলক্ষিতা
রাষ্ট্র তবু নাহি কভু পাগল পারা;
হাত বাড়াতে, সাহায্যেতে দিতে সাড়া।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top